ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

খেলা

ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং শ্রীলঙ্কান টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে অনুষ্ঠিত হচ্ছে ‘২০২৩ আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা’। আজ (১৬ ফেব্রুয়ারি) চতুর্থ  দিনের খেলায় বাংলাদেশের বালিকা দল ২-১ ম্যাচে ম্যাকাও এর বালকা দলকে পরাজিত করে।

 

প্রতিযোগিতার বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সুমাইয়া আক্তার ৬-০, ৬-০ গেমে ম্যাকাও এর ইমা ইয়ং কে পরাজিত করে করে অপর এককে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-৪, ৫-৭, ৫-৭ গেমে ম্যাকাও এর হং ও এর নিকট পরাজিত হয় ফলে ম্যকাও বালিকা দল  ১-১ ম্যাচে সমতায় ফিরে আসে। দ্বৈতের খেলায় বাংলাদেশের সুমাইয়া - জারা জুটি ৬-২, ৬-৩ গেমে ম্যকাও এর ইমা - হং জুটিকে পরাজিত করে বাংলাদেশ বালিকা দল ২-১ ম্যাচে ম্যকাও এর বিরুদ্ধে জয় লাভ করে।  

আগামীকাল বাংলাদেশ বালক দল মঙ্গোলিয়ার বিরুদ্ধে এবং বালিকা দল কিঘিজস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।