ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি

ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের জয় মালয়েশিয়ান রেইডারকে আটকানোর চেষ্টায় ইন্দোনেশিয়ার খেলোয়াড়রা।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে জয় দিয়ে শুরু করেছে ইন্দোনেশিয়া। আজ মঙ্গলবার (১৪ মার্চ) প্রতিবেশী মালয়েশিয়াকে ৩৬-২৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জয় নিয়ে ম্যাট ছাড়ে তারা ।

ম্যাচের প্রথমার্ধে ১৮-৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ছিল দলটি।  

অন্য ম্যাচে শ্রীলংকাকে ৩৬-৩২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে শুভসূচনা করেছে থাইল্যান্ড। গত আসরের সেমিফাইনালিস্ট লংকানদের হারাতে রীতিমতো ঘাম ছুটেছে থাই খেলোয়াড়দের। ম্যাচের প্রথমার্ধে ২০-১৬ পয়েন্টে এগিয়ে ছিল তারা।  

দ্বিতীয়ার্ধে লড়াই জমিয়ে তুলেছিল শ্রীলংকা। পয়েন্ট ব্যবধান প্রায় কমিয়েও এনেছিল। কিন্তু শেষ মুহূর্তে আর থাইল্যান্ডের কাছে পেরে উঠেনি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।