ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

দেশে ফিরলেন স্বর্ণজয়ী দিয়া-রুবেল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
দেশে ফিরলেন স্বর্ণজয়ী দিয়া-রুবেল

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরেছে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় আরচারি দল। টুর্নামেন্টে একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে তারা।

 

চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল ৫-৩ সেটে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।  

এছাড়া রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জয় করেন রুবেল। ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দুললিন ইলফাতকে হারিয়ে পদকটি জয় করেন বাংলাদেশের এই আর্চার।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।