ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

খেলা

মুক্ত বিহঙ্গের কাছে শিশু-কিশোরের হার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
মুক্ত বিহঙ্গের কাছে শিশু-কিশোরের হার

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রথম বিভাগ হকি লিগে দারুণ এক জয় পেয়েছে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শিশু-কিশোর সংঘকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে মুক্ত বিহঙ্গ।

খেলার দশম মিনিটে অধিনায়ক প্রিন্সের গোলে এগিয়ে যায় মুক্ত বিহঙ্গ (১-০)। ম্যাচের ৩২তম মিনিটে মাসুমের গোলে সমতায় ফেরে শিশু-কিশোর (১-১)। ম্যাচের এর পরের গল্প শুধুই মুক্ত বিহঙ্গের। ৩৪তম মিনিটে ইয়াসিনের গোলে ব্যবধান ২-১ গোলে বাড়িয়ে নেয় মুক্ত বিহঙ্গ। ৪৩তম মিনিটে লরিকের গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় মুক্ত বিহঙ্গ (৩-১)। এরপর ৪৯তম মিনিটে জাগজিৎ সিং (৪-১) এবং ৫৪তম মিনিটে সৌরভ গোল করে (৫-১) শিশু-কিশোর সংঘের কফিনে হারের শেষ পেরেকটি ঠুকে দেন।

এদিকে দিনের অপর ম্যাচে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়েন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও রায়ের বাজার এসি’র খেলোয়াড়রা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলার ২৭তম মিনিটে রবিনের গোলে শুরুর অগ্রগামিতা ওয়ান্ডারার্সের (১-০)। তবে অগ্রগামিতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ৪০তম মিনিটে সিয়ামের গোলে সমতায় ফেরে রায়ের বাজার (১-১)। এরপর দুদলই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়েন ওয়ান্ডারার্স ও রায়ের বাজারের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।