ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ফ্র্যাঞ্চাইজি হকিতে খেলার স্বপ্ন হাবিবের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
ফ্র্যাঞ্চাইজি হকিতে খেলার স্বপ্ন হাবিবের

প্রথম বিভাগ হকিতে সবগুলো ম্যাচে জয় নিয়ে প্রিমিয়ার লিগে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। দলটির হয়ে এবারের আসরে দারুণ পারফর্ম করেছেন হাবিব হোসেন।

হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদতা।  

প্রথমবার সুযোগ পেয়েই ১৯ গোল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহীর এই তরুণ। লিগে ১৯ গোল করার পথে হাবিব পেয়েছেন দুটি হ্যাটট্রিক ও একটি ডাবল হ্যাটট্রিকের দেখা।  

বাংলাদেশের হকিতে বড় বড় তারকা উপহার দিয়েছে রাজশাহী বিভাগ। এবার সেই তালিকায় যোগ হতে পারে হাবিব হোসেনের নাম। স্কুল হকি দিয়েই যাত্রা শুরু বলে জানিয়েছেন হাবিব, ‘আমার হকির যাত্রা শুরু হয় স্কুল হকি দিয়ে। এবারই প্রথম আমি ঢাকায় খেললাম। ছোটবেলা থেকেই হকি আমার ভালো লাগতো। এলাকায় বড় ভাইয়েরা হকি খেলতো। সেখান থেকেই হকির প্রতি আমার টান। ’

এবারের আসরে ভালো কিছু করে নিজের অস্তিত্বের জানান দিতে চেয়েছিলেন হাবিব। তবে আসরের টপ স্কোরার হবেন এমনটা ভাবনা ছিল না তার। আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় খেলতে আসা হাবিব জানালেন এমনটাই। তিনি বলেন, ‘ভালো খেলার বিষয়ে আমি আশাবাদী ছিলাম। নিজের সেরাটা দিয়ে দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করে গেছি। আসলে আসরে টপ স্কোরার হবো এমনটা ভাবনায় ছিল না। এখানে অনেক বিদেশী খোলোয়াড়ও খেলে। ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী থাকলেও তাদের পেছনে ফেলে টপ স্কোরার হওয়াটা আমার জন্য বিশেষ কিছু। ’

জাতীয় দলের পাশাপাশি আগামীতে হকি ফ্যাঞ্চাইজি লিগে খেলতে চান বলে জানিয়েছেন হাবিব। তিনি বলেন, ‘এবারের আসরে ভালো করেছি। আশা করি আগামীতে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলতে পারবো। জাতীয় দলে খেলাতো সব খেলোয়াড়ের স্বপ্ন। আমিও সেই স্বপ্ন দেখি। হকি ফ্রাঞ্চাইজি লিগ আমি দেখেছি। এখানো অনেক কিছু শেখা যায়। অভিজ্ঞতা বাড়ে। আগামী আসরে আমিও ফ্রাঞ্চাইজি লিগের কোনও দলে খেলতে চাই। ’ 

শুরু থেকেই পরিবারের সমর্থন ছিল বলে জানিয়েছেন হাবিব। তিন ভাইয়ের মধ্যে হাবিবই শুধু হকি খেলেন। বাকি দুই ভাই লেখাপড়া করেন। হাবিব বলেন, ‘আমরা তিন ভাই। সকলেই লেখাপড়া করি। এর মধ্যে আমিই শুধু হকি খেলি। আমার পরিবারে আর কেউ হকি খেলে না। ’

দারুণ সব হকি খেলোয়াড় উপহার দেওয়া রাজশাহী আরও একজন তারকা হকিকে উপহার দিতে চলেছে বলে মত হকিপ্রেমীদের। নিজের সেরাটা দিয়েই সেই প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর হাবিবও।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।