ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা

তুরস্কে বাংলাদেশ আর্চারি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
তুরস্কে বাংলাদেশ আর্চারি দল

আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-১ টুর্নামেন্টে অংশ নিতে আজ (১৭ এপ্রিল) তুরস্কের আনাতোলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ আর্চারি দল। আগামীকাল (১৮ এপ্রিল) থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

৫২টি দেশ থেকে ২২৩জন পুরুষ ও ১৭১জন মহিলা আর্চার অংশ নেবেন এই আসরে।

বাংলাদেশ থেকে অংশ নেবেন মোট সাতজন আর্চার। এর মধ্যে রিকার্ভ বিভাগে ৪ জন পুরুষ এবং একজন নারী আর্চার অংশ নেবে। টোকিও অলিম্পিক খেলা অলিম্পিয়ান দিয়া সিদ্দিকী একমাত্র রিকার্ভ নারী আর্চার। কম্পাউন্ড বিভাগে অংশ নেবেন মাত্র দুইজন আর্চার। একজন নারী ও একজন পুরুষ। তাই এই টুর্নামেন্টে দলগত ইভেন্টে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের।

বাংলাদেশ দল: দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।