ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩

দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন আহমেদ

ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩ এর দাবা ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন চেসবিডি ডটকমের মোরসালিন আহমেদ। তিনি এ নিয়ে টানা ১৮তম বারের মতো দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতায় মোরসালিন ৫ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ৫ খেলায় সাড়ে তিন করে পয়েন্ট অর্জন করেন খবর সংযোগ ডটকমের মোশকায়েত মাশরেক, জাগো নিউজের সাঈদ শিপন, বাংলাদেশ প্রতিদিনের রাশেদুর রহমান এবং ভোরের আকাশের শামীম হাসান। পরে টাই-ব্রেকিং পদ্ধতিতে দ্বিতীয় হন খবর সংযোগ ডটকমের মোশকায়েত মাশরেক ও তৃতীয় স্থান অর্জন করেন জাগো নিউজের সাঈদ শিপন।

এরআগে, সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের ফেডারেশনের দাবা কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ১৪ মে, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।