ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম বিভাগে ওঠার পথে রক্তিম সংঘ 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
প্রথম বিভাগে ওঠার পথে রক্তিম সংঘ 

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে আজ  (১৪ মে) রোববার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রক্তিম সংঘ ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে বর্ণক সমাজকে।

অপর ম্যাচে তেজগাঁও অগ্রগামী ক্লাবের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে ঢাকা হকি ক্লাব। আগামীকাল ( ১৫ মে) ঢাকা ইয়াংস্টারকে হারালেই দ্বিতীয় বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠবে রক্তিম সংঘ।

বর্ণক সমাজের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রক্তিম সংঘের খেলোয়াড়রা। তবে গোল পেতে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। খেলার ২১তম মিনিটে সুকেশের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে এগিয়ে যায় রক্তিম (১-০)। ৪০তম মিনিটে আবারো গোলের আনন্দ রক্তিমের। এবারো গোলদাতা সুকেশ (২-০)। ৪৩তম মিনিটে সোহেলের গোলে আরো এগিয়ে যায় রক্তিম (৩-০)। খেলার ৪৮তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় বর্ণক। গোল করেন জিল্লুর রহমান (৩-১)। ৫৩তম মিনিটে সোহেল রক্তিমের হয়ে চতুর্থ এবং ম্যাচের শেষ গোলটি করেন (৪-১)।

এদিকে দিনের অপর ম্যাচে মেহেদী হাসান জীবনের জোড়া গোলে ঢাকা হকি ক্লাবকে হারিয়েছে তেজগাঁও। খেলার ১৬তম মিনিটে জীবনের গোলে শুরুর অগ্রগামিতা তেজগাঁয়ের (১-০)। ৩৮তম মিনিটে আরমান হোসেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। তেজগাঁয়ের হয়ে ৪৮তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন জীবন (৩-০)।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ১৪ মে, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।