ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

দ্রুতই রোমান সানাকে ফেরানোর ইঙ্গিত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
দ্রুতই রোমান সানাকে ফেরানোর ইঙ্গিত

বাংলাদেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। গতবছর শৃঙ্খলাজনিত কারণে দুই বছরের নিষেধাজ্ঞায় পরেছিলেন।

তবে তার শাস্তি কমানোর কথা জানানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যেই ফিরেছেন জাতীয় আর্চারিতে। দ্রুতই আন্তর্জাতিক আর্চারিতে রোমানকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

গতকাল (১৫ মে) চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ স্টেজ টু আর্চারি টুর্নামেন্টে খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ আর্চারি দল। সেখানে রিকার্ভ ইভেন্টে মাত্র একজন সুযোগ পেয়েছেন! বাংলাদেশের অন্যতম সেরা নারী আর্চার দিয়া সিদ্দিকী নেই সেই দলে। নিষেধাজ্ঞার কারণে নেই রোমান সানা। দুই অলিম্পিয়ানকে ছাড়াই খেলবে বাংলাদেশ। রিকার্ভ  ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলবেন শুধু হাকিম আহমেদ রুবেল।

পারফরম্যান্সের কারণে দিয়াকে বাদ দিয়ে দল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিখ। গতমাসে বিশ্বকাপ স্টেজ ওয়ানে দিয়ার পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় তাকে সময় দেয়া হয়েছে নিজেকে তৈরি করতে। ফ্রেডরিখ বলেন, ‘গত মাসে আনাতোলিয়ায় আমাদের পারফরম্যান্স সন্তোষজনক ছিলো না। দিয়াকে সময় দেয়া হয়েছে নিজেকে তৈরি করে নিতে। ৫-১০ জুন সিঙ্গাপুরে হবে এশিয়া কাপ আর্চারি স্টেজ-৩ সে ইভেন্টের প্রস্তুতি নিতে তাকে সময় দেয়া হয়েছে। ’

রোমান সানার নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থান খুব দ্রুতই পরিষ্কার করবেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। বাংলানিউজকে তিনি বলেন, ‘রোমান সানার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এটা নিয়ে এখনই কিছু বলতে চাই না। কিছু বললে আন্তর্জাতিক গনমাধ্যমে নিউজ হয়। এরপর আমাদের নানান চাপে পরতে হয়। অলিম্পিক কোয়ালিফাই এর খেলা আরও দুই মাস পরে। আমরা যত দ্রুত সম্ভব তার বিষয়ে সিদ্ধান্ত নিব। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১৫ ঘণ্টা, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।