ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

শুটার আয়ুব হোসেন মিন্টু আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
শুটার আয়ুব হোসেন মিন্টু আর নেই

পদকজয়ী শুটার ও সাবেক সফল কোচ আয়ুব হোসেন মিন্টু আর নেই।  

গতকাল মঙ্গলবার পাবনার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো  ৫৫ বছর। পাবনার সাধুপাড়া ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশের পিস্তল শুটিংয়ে নক্ষত্র ছিলেন মিন্টু। বিভিন্ন সময় পিস্তল হাতে দেশের জন্য পদক জিতে গর্বিত করেছিলেন গোটা জাতিকে। শুটিং ক্যারিয়ার শেষে মিন্টু কোচ হিসেবে বিকেএসপিতে কাজ শুরু করেই আবিষ্কার করেছিলেন আসিফ হোসেন খান, আব্দুল্লাহ হেল বাকি, শোভন ও শারমিনের মতো দেশসেরা শুটারদের। যারা পরবর্তীতে দেশের মানুষকে উপহার দিয়েছেন আন্তর্জাতিক পদক।  

কোচিং ক্যারিয়ার থেকে অবসরের পর দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছিলেন মিন্টু। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে পারছিলেন না। এ নিয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছিল ফেডারেশন। বাড়িয়ে দিয়েছিল সাহায্যের হাতও। কিন্তু শেষ পর্যন্ত তা আর কোনও কাজে আসেনি। পৃথিবীর মায়া ত্যাগ করে মিন্টু পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।  

বাংলাদেশ শুটিং ফেডারেশন শোক প্রকাশ করেছে দেশের অন্যতম সেরা শুটিং কোচ ও কীর্তিমান শুটারের মৃত্যুতে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।