ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্চারিতে দলগত ইভেন্টেও নেই সাফল্য

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ৮, ২০২৩
আর্চারিতে দলগত ইভেন্টেও নেই সাফল্য

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ এ খেলছে বাংলাদেশ। রিকার্ভ এবং কম্পাউন্ড ইভেন্টের পুরুষ এবং নারী এককের খেলায় কোনও পদকের লড়াইয়ে যেতে পারেনি বাংলাদেশ।

আজ (৮ জুন) দলগত ইভেন্টের খেলায়ও সাফল্য পায়নি বাংলাদেশে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে উঠলেও চীনের কাছে হেরেছে সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল।  

রিকার্ভ মহিলা দলগত বিভাগেও সঙ্গী হয়েছে হতাশা। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ ব্যবধানে হেরে যায় দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও জ্যোতি রানীকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২৩২-২৩৪ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে। এ ইভেন্টের মহিলা বিভাগেও নেই সুখবর। সেরা আটের ম্যাচে শ্যামলী রায়, বন্যা আক্তার ও পুস্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ দল ২২৬-২২৩ স্কোরে হেরে যায় স্বাগতিক সিঙ্গাপুরের কাছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ০৮, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।