ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জীবনেও জুটি বাঁধলেন তীরন্দাজ রোমান-দিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
জীবনেও জুটি বাঁধলেন তীরন্দাজ রোমান-দিয়া রোমান সানা ও দিয়া সিদ্দিকী

নীলফামারী: অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন তীরন্দাজ দিয়া সিদ্দিকী ও রোমান সানা।

বুধবার (৫ জুলাই) দুপুরে সংসার জীবনেও জুটি বেঁধেছেন তারা।



২০২১ সালে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির স্টেজ–২– এ রিকার্ভ মিশ্র ইভেন্টে রুপা জেতে ওই জুটি। রোমান সানা ও দিয়া সিদ্দিকীর বিয়ে হলো নীলফামারীতে। দুপুর আড়াইটার দিকে শহরের আশা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান হয়েছে। দিয়ার বাড়ি নীলফামারী জেলা শহরের নীলকুঞ্জ আবাসিক এলাকায়।

বিয়ের অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ, সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আর্চারি ফেডারেশনের উন্নয়ন ও প্রশিক্ষণ উপ-কমিটির চেয়ারম্যান ফারুক ঢালী, কোচ মার্টিন ফ্রেডরিখ, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দিয়া বলেন, বিয়ে করলে বরকত বাড়ে, সে হিসেবে দুইজন মিলে ভালো কাজ হবে। আমরা দুইজন একসঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করব। আল্লাহ যদি চান, তাহলে আমাদের হাত দিয়ে অলিম্পিকে সোনা আসবে।

বিয়ের পর অনুভূতি জানতে চাইলে রোমান সানা বলেন, এর আগে আমাদের একটা সম্পর্ক ছিল, সেটা আজকে পরিপূর্ণতা পেল। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আমি মনে করি, বিয়ের পর বরকত বাড়ে। আশা করি, ইনশাআল্লাহ, আমরা দুইজন মিলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন বাংলাদেশকে আর্চারিতে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।

পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়েতে কাজী ছিলেন আবদুল আজিজ। বিয়ে পড়ান, নীলকুঞ্জ আবাসিক এলাকার জামে মসজিদের ইমাম হাফেজ মো. জাকির হোসেন। উকিল হন দিয়ার ফুফা একটি টিভি চ্যানেলের রংপুরের প্রতিনিধি আনজারুল ইসলাম।

রোমানের বাবা মো. আব্দুল গফুর সানা বলেন, ওদের বিয়ে হয়ে গেল। আনুষ্ঠানিকতা শেষে আমরা খুলনা যাবো। ৮ জুলাই আমাদের বাড়িতে হবে বৌভাত।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।