ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ঘাম ঝরানো জয়ে শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ঘাম ঝরানো জয়ে শেষ আটে জোকোভিচ

‘কারফিউ’র কারণে খেলা যখন গতকাল বন্ধ হয়, তখন দুই সেটে এগিয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে হুবার্ট হুরকাজের বিপক্ষে বেশ পাল্লা দিয়েই সেট দুটো জিততে হয় তাকে।

দুটো সেটই গড়ায় টাইব্রেকারে। আজ যখন খেলা শুরু হয় তখন আবারও জোকোভিচকে চেপে ধরেন হুরকাজ। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না চতুর্থ সেটে গিয়ে। ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ গেমের এক ঘাম ঝরানো জয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন জোকোভিচ।  

শেষ আটে সার্বিয়ান তারকার প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভ। তবে জোকোভিচ হারাতে নিজের সর্বোচ্চটা দিয়েছিলেন হুরকাজ।  ২০২১ উইম্বলডনে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে চমক দেখিয়েছিলেন এই পোলিশ। সেটাই ছিল ঘাসের কোর্টে ফেদেরারের শেষ ম্যাচ। আজ অনেকটাই জোকোভিচকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন হুরকাজ।

তাই তো ম্যাচ শেষে হুরকাজের প্রশংসায় জোকোভিচ, ‘অসাধারণ ম্যাচ খেলার জন্য হুরকাজকে বড় কৃতিত্ব দিতে হবে। সে দুর্দান্ত পারফর্ম করেছে। সত্যি বলতে, খেলায় ফিরতে গিয়ে শেষ কবে এমন অসহায় বোধ করেছি তা আমার মনে নেই। প্রথম সেটে টাইব্রেকারে ৩-০ তে পিছিয়ে ছিলাম। সেখান থেকে ফিরে আসি। ওখানেই ম্যাচটা ঘুরে গিয়েছে বলে মনে হয়। ওর (হুরকাজ) খেলা সম্পূর্ণ আলাদা। গ্রাউন্ড স্ট্রোক ভাল। আরও কিছু শক্তিশালী জায়গা রয়েছে। আমাকে সতর্ক থাকতে হবে। ’

পুরুষ এককে জোকোভিচ ছাড়াও কোয়ার্টার নিশ্চিত করেছেন দানিল মেদভেদেভ, ইয়ান্নিক সিন্নার। নারী এককে শেষ ষোলোতেই থেমেছে ষোড়শী মিরা আন্দ্রিভার যাত্রা। শেষ আটে উঠেছেন ইগা শিওনতেক, এলিনা রিবাকিনা, আরিনা সাবালেঙ্কা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিস, এলিনা সভিতোলিনা ও মারকেতা ভন্দ্রুসোভা।

এদিকে স্থানীয় সময় রাত ১১টা বাজার পর উইম্বলডনে কারফিউ জারি করা হয়। কোনো ম্যাচই তখন আর অনুষ্ঠিত হয় না। তাই অসমাপ্ত ম্যাচগুলো পরের দিন ফের আবার কোর্টে গড়ায়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।