ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আলফাডাঙ্গায় ফুটবল খেলতে এসে হারলো ব্যারিস্টার সুমন একাডেমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
আলফাডাঙ্গায় ফুটবল খেলতে এসে হারলো ব্যারিস্টার সুমন একাডেমি

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় ফুটবল খেলতে এসে হেরে গিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ৩-২ গোলে ফরিদপুরের আলফাডাঙ্গা ক্লাব একাদশের কাছে হেরে যায় তারা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাবের আয়োজনে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।

এ সময় ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতে কয়েক হাজার মানুষের ভিড় দেখা গেছে।  

খেলা দেখতে এসে মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন, টিনের চাল ও উঁচু গাছে ভক্তদের দেখা যায়।  

এমনকি খেলা শুরুর আগেই দর্শকরা আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় ভরে যায়। আশ্বিনের বৃষ্টি উপেক্ষা করে জমজমাট খেলাটিতে আনন্দে মাতেন দর্শকরা।  

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য খান মাঈনুল ইসলাম মোস্তাক।

আলফাডাঙ্গা উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু তাহের, আলফাডাঙ্গা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস আর রাসেল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
আরআইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।