ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এশিয়ান গেমস

চূড়ান্ত পর্বে উঠতে পারলেন না কলিরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
চূড়ান্ত পর্বে উঠতে পারলেন না কলিরা

এশিয়ান গেমস শুটিংয়ের চূড়ান্ত পর্বে উঠতে পারেননি বাংলাদেশি তিন নারী শুটার।  

আজ রোববার সকাল সাড়ে ৬টায় ফুইয়াংইনহু স্পোর্টস সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে নামেন বাংলাদেশের তিন নারী শুটার শায়রা খাতুন, কামরুন নাহার কলি ও নাফিসা তাবাসসুম।

 

দুই ক্যাটাগরিতে ভালো করতে পারেননি বাংলাদেশি শুটাররা। দশ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ১৫ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ। আর ব্যক্তিগত ইভেন্টেও চূড়ান্ত পর্বে উঠতে পারেননি বাংলাদেশের কেউ।  

এবারের আসরে ৫৯ জন শুটারের মধ্যে শায়রা খাতুন ১৩তম, নাফিসা তাবাসসুম ২৫তম ও কামরুন নাহার কলি ২৭তম হয়েছেন। এরই মধ্যে ক্যারিয়ার সেরা ৬২৮ স্কোর করেন শায়রা। অন্যদিকে নাফিসার স্কোর ৬২৪.৭ ও কামরুন নাহার কলির স্কোর ৬২৩.৩।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।