ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

খেলা

টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে সৈয়দপুরের দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, ডিসেম্বর ২৭, ২০২৪
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে সৈয়দপুরের দল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা

নীলফামারী: নেপালে আয়োজিত দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশিপ টুর্নামেন্ট ২০২৪-২০২৫ মৌসুমে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের একটি দল।  

নেপালের পোখারা শহরের রংশালা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

 
 
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর পৌরসভার পৌর প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।  

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. নুর- ই-আলম সিদ্দিকী।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম,  বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সিনিয়র সহসভাপতি ও সৈয়দপুর কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহসহ অনেকে।  

সভাপতির বক্তব্যে ক্রিকেট সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী নেপালগামী দলটির সফলতা কামনা করে বলেন, আমাদের সংগঠনের দলটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা চাই, আমাদের খেলোয়াড়েরা ভালো খেলা উপহার দিয়ে বরাবরের মতো এবারও নেপালের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ২৮ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।