ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশ এখনো নবম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
বাংলাদেশ এখনো নবম

ঢাকা: নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেও ওয়েস্ট ইন্ডিজের পেছনে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৬৭ পয়েন্ট নিয়ে নবম স্থানেই থাকতে হচ্ছে টাইগারদের।



পাঁচ ম্যাচ সিরিজ ৪-০ তে জেতায় বাংলাদেশ পেয়েছে ১৩ পয়েন্ট। আগের ছিলো ৫৩ পয়েন্ট। সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৬.৬৮ পয়েন্ট। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে জমা আছে ৬৭.০৬ পয়েন্ট।

অবশ্য ডিসেম্বরেই অষ্টম স্থান পেয়ে যেতে পারে বাংলাদেশ। ১ থেকে ১৫ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজও একদিনের ক্রিকেট সিরিজ খেলবে ডিসেম্বরে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা হওয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় ক্ষতিটা হয়েছে নিউজিল্যান্ডের। র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানেরও পেছনে চলে গেলো কিউইরা। ১১২ থেকে ৯৬ রেটিং পয়েন্টে নেমে এসেছে তারা।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।