ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস শুরু

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন আয়োজিত ‘স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ২০২৪’ শুরু হয়েছে আজ। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি আহমেদুর রহমান।

২৫-২৭ এপ্রিল তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, কোয়ান্টামসহ জুনিয়র-সিনিয়র বিভাগে ৩৫ টি দলের প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা জিমন্যাস্ট অংশ নিচ্ছে। মূলত আগামী ১২-২০ মে উজবেকিস্তানে অনুষ্ঠেয় এশিয়ান (সিনিয়র এবং জুনিয়র) জিমন্যাস্টিকস  প্রতিযোগিতার  দল  নির্বাচনের বাছাইপর্ব হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় প্রতিযোগিতার পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান।  ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) মহাসচিব  সৈয়দ শাহেদ রেজা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।