দক্ষিণ এশিয়ান গেমসে দুবার সোনা জিতে ইতিহাস গড়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। এবার তার ব্যক্তিগত জীবনেও স্মরণীয় মুহূর্ত এলো।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের সেরা এই ভারোত্তোলক।
মাবিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, তার বর সাখাওয়াত হোসেনও (প্রান্ত) একজন ভারোত্তোলক। একই খেলায় যুক্ত হওয়া থেকে তাদের পরিচয় ও প্রেমের শুরু। যা এবার সফল পরিণতি পেলো বিয়ের মাধ্যমে।
মাবিয়া ও সাখাওয়াত দুজনই বাংলাদেশ আনসারের ভারোত্তোলক। মাবিয়া নারী ভারোত্তোলকদের মধ্যে দেশসেরা এবং বেশ কয়েকবার আন্তর্জাতিক সাফল্য পেয়েছেন। ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে সোনা জিতে ইতিহাসে নাম লিখিয়েছিলেন তিনি। এরপর ২০১৯ সালে নেপালের পোখারাতেও জেতেন সোনা। ওই আসরেই রুপা জেতেন সাখাওয়াত। এবার তাদের চার হাত এক হয়ে গেল।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এমএইচএম