ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তেহরানের পথে ইমরানুররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
তেহরানের পথে ইমরানুররা

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১২তম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা।

 

দ্রুততম মানব-মানবী ইমরানুর রহমান, শিরিন আক্তারের সঙ্গে রয়েছেন আরও দুই স্প্রিন্টার রাকিবুল হাসান ও জহির রায়হান। চার স্প্রিন্টারের সঙ্গে একমাত্র হাই জাম্পার মাহফুজুর রহমান। পাঁচ অ্যাথলেটের সঙ্গে যাচ্ছেন দুই কর্মকর্তা-ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ অথচ নেই কোনো কোচ।  

ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রকিবকে এনিয়ে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, ‘আসলে যারা যাচ্ছে, তারা সিনিয়র অ্যাথলেট। তাদের সঙ্গে কোচ পাঠানোর প্রয়োজন দেখছি না। তারা নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে। যদি জুনিয়র হতো তাহলে হয়তো ভেবে দেখা যেতো। এছাড়া ইমরান-জহিরদের সেখানে ট্রেনিং দেওয়ার মতো দেশে তেমন কোচ নেই। অ্যাথলেটরা নিজেদের মতো করেই ট্রেনিং কিংবা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। দেশের বাইরে কোচ লাগে না। ’

বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে সেরা সাফল্য এসেছিল ইনডোর চ্যাম্পিয়নশীপ থেকেই। গত বছর কাজাখস্তানে এই ফেব্রুয়ারিতেই ইমরান ৬০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছিলেন। যা বাংলাদেশের অ্যাথলেটিক্স তো বটেই ক্রীড়াঙ্গনে বিশেষ রেকর্ড ছিল। এবারও আশা নিয়ে ঢাকা থেকে যাচ্ছেন লন্ডনে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই অ্যাথলেট। বাংলাদেশের দ্রুততম মানব আবার প্রথম হওয়ার লক্ষ্যে দৌড়াবেন। একই ইভেন্টে অংশ নেবেন রাকিবুল ও শিরিন আক্তারও। জহির রায়হানের ইভেন্ট ৪০০ মিটার আর মাহফুজুর হাইজাম্পে।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।