দুই বছর আগে ফ্র্যাঞ্চাইজি হকি লিগে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মার উপদেষ্টা কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন শাহবাজ আহমেদ। এবার আসছেন প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের দায়িত্ব নিয়ে।
শাহবাজ আহমেদকে উপদেষ্টা কোচ হিসেবে চায় ঢাকা মোহামেডান ক্লাব। ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ফিরোজ স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে শাহবাজের ভিসা সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য।
উপমহাদেশের হকিতে শাহবাজ আহমেদের অন্যরকম পরিচিতি আছে। তাকে বলা হয় ‘হকির ম্যারাডোনা’। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এই তারকা এবার মোহামেডানের হয়ে কাজ করবেন। এই দলের হয়ে ৯০ দশকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহবাজ। সেসময় তার সঙ্গে তাহির জামান ও কামরান আশরাফও ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০২৪
এআর/এএইচএস