ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হিটে দ্বিতীয় হয়ে সেমিতে ইমরানুর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
হিটে দ্বিতীয় হয়ে সেমিতে ইমরানুর

গত বছর ১৩ ফেব্রুয়ারি কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিলেন ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।

শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের দ্রুততম মানবের। নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে হয়েছেন চতুর্থ।  

ইরানের তেহরানে আজ রোববার তিন নম্বর হিটের ৬ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন এই ৩০ বছর বয়সী অ্যাথলেট। এই হিটে ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ওমানের আলি আনোয়ার, সব হিট মিলিয়ে সেরাও হয়েছেন তিনি। বাংলাদেশের আরেক অ্যাথলেট রাকিবুল হাসান দৌড়ান ৪ নম্বর হিটে এক নম্বর লেনে। ৬ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ হয়েছেন তিনি।

গত বছর কাজাখস্তানে হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরানুর। ওই আসরে সেমি-ফাইনালে দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে। হিটে তার টাইমিং ছিল ৬ দশমিক ৭০ সেকেন্ড।

আজ রাতেই ফাইনালে ওঠার লড়াইয়ে ট্র্যাকে নামবেন ইমরানুর।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।