ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হকিতে পাপনের হস্তক্ষেপ চাইল মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
হকিতে পাপনের হস্তক্ষেপ চাইল মোহামেডান

প্রিমিয়ার হকি লিগের অঘোষিত ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে আর খেলেনি মোহামেডান। তাতে আম্পায়াররা নির্দিষ্ট সময়ের পর আবাহনীকে জয়ী ঘোষণা করেন।

 

এমন প্রেক্ষাপটে আজ রোববার মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ কামনা করেছেন। যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে ঐ ম্যাচের আম্পায়ারের শাস্তি, ফলাফল বাতিলসহ হকি ফেডারেশন পুনঃগঠনের দাবি জানিয়েছে মোহামেডান।

সংবাদ সম্মেলনে ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেন, 'আমাদের বিপক্ষে হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। তাই এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সুবিচারের দাবিতে। '

মোহামেডানের সাবেক পরিচালক, সাবেক হকি খেলোয়াড় ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রতাপ শঙ্কর হাজরা বলেছেন, ‘এই লিগে অনেক ঘটনাই ঘটেছে। একটি লিগে তিনটি নিয়ম কীভাবে হয় সেই জবাব চাই ফেডারেশনের কাছে। এক ম্যাচে (আজাদ-বাংলাদেশ স্পোর্টিং) এক কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, পরের দিন আরেক ম্যাচে কয়েক মিনিট খেলা হলো আর আবাহনী-মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো। ’

ঐতিহ্যবাহী ক্লাবটি সফল ডিসিপ্লিন থেকে সরে আসার পরিকল্পনা করছে বলে জানান প্রতাপ, ‘আম্পায়ারিং ও ফেডারেশন নিরপেক্ষ না হলে সেই লিগে অংশগ্রহণের যৌক্তিকতা নেই। মন্ত্রী যদি বিষয়টির সুষ্ঠু তদন্ত বা সঠিক পদক্ষেপ গ্রহণ না করে; তখন আমাদের পরিচালনা পর্ষদ হকি না খেলার সিদ্ধান্ত নিতে পারে। ’

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।