ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

খেলা

রোমান সানার পর সরাসরি অলিম্পিকে খেলবেন সাগর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
রোমান সানার পর সরাসরি অলিম্পিকে খেলবেন সাগর

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন রোমান সানা। এবার প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন সাগর ইসলাম ।

তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে সেমি ফাইনালে উঠেই অলিম্পিকে খেলা নিশ্চিত করেছিলেন তিনি। এরপর অলিম্পিকে কোটা প্লেসের পাশাপাশি তিনি দেশের হয়ে একটি পদকও জিতেছেন তুরস্ক থেকে।  

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জেতেন। ফাইনালে তিনি ৬-০ সেটে হারেন উজবেকিস্তানের আরচ্যার সাদিকভ আমিরখনের কাছে। পাঁচ সেটের খেলায় সরাসরি তিন সেট জেতায় আর বাকি ২ সেট প্রয়োজন হয়নি। সাদিকভ এই টুর্নামেন্টে র‌্যাঙ্কিং রাউন্ডে প্রথম স্থান অর্জন করেছিলেন।

সাগর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও সেমিফাইনালে দারুণভাবে জিতেছেন। কিউবার আরচ্যার ফ্রাঙ্কো হুগোকে ৭-১ সেট পয়েন্টে পরাজিত করেন তিনি। হুগো র‌্যাঙ্কিং রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন। এই শীর্ষ আরচ্যার বাংলাদেশের সাগরের সামনে লড়াইও করতে পারেননি।

তুরস্কে অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্ট শেষ হয়েছে আজ। আগামীকাল থেকে বিশ্বকাপ আরচ্যারি শুরু হবে। আগামীকাল আনুষ্ঠানিকতা শুরু হলেও খেলা শুরু পরশু দিন থেকে।  

১৯৮৪ সাল থেকে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। তবে ২০১৬ সালে গলফার সিদ্দিকুর রহমান  ও ২০২০ সালে রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন৷ এবার সাগর তৃতীয় ক্রীড়াবিদ হয়ে অলিম্পিকে খেলবেন।

বাংলাদেশ সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।