ঢাকা, রবিবার, ১৮ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

রাজশাহী থেকে ১০ জন সাগর তৈরি করতে চায় আর্চারি ফেডারেশন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
রাজশাহী থেকে ১০ জন সাগর তৈরি করতে চায় আর্চারি ফেডারেশন

রাজশাহীতে বর্ণিল আয়োজনে তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হলো। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে দেশের ৯টি জেলায় নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

 

সপ্তম জেলা হিসেবে আজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ছিল উৎসব মুখর পরিবেশ। বর্ণাঢ্য র‍্যালি দিয়ে শুরু হয় কার্যক্রম। ব্যান্ড বাদক দলের সঙ্গে আদিবাসী মেয়েদের অংশগ্রহণ র‍্যালিকে দিয়েছে ভিন্ন মাত্রা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আমন্ত্রিত অতিথিদের আদিবাসী কায়দায় বরণ করে নেওয়া হয়। কলসি মাথায় নিয়ে নাচের ঢঙে ফুল ছিটিয়ে অতিথিদের স্বাগত জানায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্টী কালচারাল একাডেমির মেয়েরা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে আর্চারি প্রতিযোগিতা ছাড়াও ছিল, পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।  

তারুণ্যের উৎসবে আর্চারির এই আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্টী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেনজামিন টুডু, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মো. আজিজুর রহমান বাচ্চু, মো. ফারুক ঢালী, সোহেল আকরাম ও আর্চারির জাতীয় কোচ মার্টিন ফ্রেডরিক।  

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানান, বাংলাদেশের আর্চারির শিকড় হচ্ছে এই রাজশাহী। প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া আর্চার সাগর ইসলামের বাড়ি রাজশাহীতে। পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করলে রাজশাহী থেকে আরও ১০ জন সাগর ইসলাম তৈরি করা সম্ভব।  

আর্চারির স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক মহিনুল হাসান জানিয়েছেন জমির জন্য আবেদন পেলে অতি দ্রুত ব্যবস্থা নেবেন তিনি।  

রাজশাহীতে আর্চারি প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে ১০ জন করে মোট ২০ জন আর্চার  অংশ নেন। ছেলেদের বিভাগে সোনা জিতেছেন তুষার। নাঈম রৌপ্য ও সিয়াম জিতেছেন ব্রোঞ্জ। মেয়েদের বিভাগে ইবসার আরাফাত সোনা, মীম রৌপ্য ও রাত্রি ব্রোঞ্জ জয় করেন। আর জুনিয়র বিভাগে অত্তিন জিতেছে সোনা। ইতি রৌপ্য ও আলো আক্তার ব্রোঞ্জ জয় করেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।  

তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে নানা আয়োজন সম্পন্ন করছে। নীলফামারী, ফরিদপুর, টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র, নাটোরের খুবজীপুর, চুয়াডাঙ্গা, নড়াইল ও রাজশাহীর পর আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসবের বাকি আয়োজন হবে ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।