ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

খেলা

এএইচএফ জুনিয়র কাপ হকিতে শিরোপা ধরে রাখল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এএইচএফ জুনিয়র কাপ হকিতে শিরোপা ধরে রাখল বাংলাদেশ

জুনিয়র এএইচএফ কাপ হকিতে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ। গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

গত আসরে টাইব্রেকারে শিরোপা জিতেছিল স্বাগতিক ওমানের বিপক্ষে। এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এর এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই চীনকে হারিয়েছে ৪-২ গোলে।  

বাংলাদেশ ম্যাচের ২৭ মিনিটের মধ্যে তিন গোল করে এগিয়ে যায়। হাসান ২২ ও ২৭ মিনিটে আক্রমণ থেকে দুটি গোল করেন। মাঝে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন।

তিন গোলে পিছিয়ে থেকে চীন পাল্টা আক্রমণে ওঠে। দুই গোল শোধ দিয়ে ম্যাচে উত্তাপ বাড়ায় তারা। ৩৩ মিনিটে লুও জিয়ালং আক্রমণ থেকে এক গোল করেন। ৪১ মিনিটে চেন জিয়ান ঝেন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩-২ করেন।

বাংলাদেশ এরপর আবার ব্যবধান বাড়ায়। তবে চতুর্থ গোল পেতে সময় লেগেছে। ৫৩ মিনিটে মোহাম্মদ জয় আক্রমণ থেকে গোল করে চীনকে আরও পিছিয়ে দেন।

শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে উৎসবের মেজাজে টার্ফ ছেড়েছে বাংলাদেশ। এখন চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলবে তারা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।