ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অজুহাত দেখানোয় প্রতিবার স্বর্ণ জিতবে ভারত, বলছেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
অজুহাত দেখানোয় প্রতিবার স্বর্ণ জিতবে ভারত, বলছেন গাভাস্কার

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে কোনো পদক পায়নি ভারত। যা তাদের জন্য খুব হতাশারই বটে।

কেননা আগের তিন আসরে এই ডিসিপ্লিন থেকে পদক নিশ্চিত করেছে তারা। এবার সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল লক্ষ্য সেনকে নিয়ে। কিন্তু ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তিনি হেরে যান মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে।

লক্ষ্যের এমন পরিণতির পর সমালোচনায় মেতে ওঠেন ভারতের কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোন। যদিও চাঁছাছোলা মন্তব্যের কারণে পাল্টা সমালোচনার মুখে পড়েন তিনি নিজেও। তবে তার পাশে দাঁড়ালেন সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ক্রিকেটারের মতে, অজুহাত দেখোনোয় প্রতিবারই স্বর্ণ জিতবে ভারত।

দ্য হিন্দুতে প্রকাশিতে এক কলামে পাড়ুকোনকে নিয়ে গাভাস্কার লিখেন, 'পাড়ুকোন বরাবরই সংযমী ও প্রচার-বিমুখ মানুষ। নেটে তার বিখ্যাত ড্রিবলের মতোই তিনি শান্তিতে জীবনযাপন করতে পছন্দ করেন। তাই ব্যাডমিন্টনে ব্যর্থতার পর তার খোলামেলা মন্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন যারা তাকে বছরের পর বছর ধরে চেনেন। আধুনিক উপায়ের মত এটি এমন একটি বিতর্ককেও আলোড়িত করে যেখানে বেশিরভাগই চেষ্টা করেছিল সম্ভাব্য চ্যাম্পিয়নের পাশে থাকার, অতীতে প্রমাণিত চ্যাম্পিয়নের পক্ষে নয়। অজুহাত দাঁড় করানোর ক্ষেত্রে আমাদের দেশ প্রতিবারই স্বর্ণ জিতবে। ' 

'তিনি বলেছেন ফেডারেশন ও সরকারের পক্ষ থেকে সবধরনের সুযোগ-সুবিধা পায় খেলোয়াড়রা। তাই নিজের পারফরম্যান্সের দায় তাদেরও নেওয়া উচিত। কারও দিকে আঙুল না তুলে বিষয়টি ভালোভাবে তুলে ধরেছেন তিনি। তবু আমাদের দেশে যেমনটা সবসময়ই ঘটে, আমরা দ্রুত তার ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম এবং হজম করার আগেই তার মন্তব্যের নিন্দা করতে শুরু করি। একজন খেলোয়াড় যদি নিজের পারফরম্যান্সের দায় না নেয়। তাহলে কে নেবে?' 

গাভাস্কার আরও বলেন, 'অনেকেই হয়তো বলবেন, পাডুকোন ভুল সময়ে মুখ খুলেছেন। কিন্তু যখন একজন খেলোয়াড় অজুহাত ও সমর্থন খুঁজছেন, তখন সেটা পরের বলার চেয়ে আগে বলাটাই ভালো সবসময়। হ্যাঁ, তিনি চেঞ্জিংরুমে গিয়ে বিষয়টি ব্যক্তিগতভাবেও বলতে পারতেন । কিন্তু বিশ্বাস করুন, একজন খেলোয়াড়কে সাধারণ মানুষের তিরস্কারই সবচেয়ে বেশি প্রভাবিত করে। '

গত আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাস্কার। পরবর্তীতে তার মন্তব্যের কড়া জবাব দেন কোহলিও। এমনকি সমর্থকদের তোপের মুখেও পড়েছেন গাভাস্কার। তাই পাড়ুকোনের বিষয়টি বেশ ভালোভাবেই বুঝতে পারছেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।