ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

খেলা

টেনিসে নতুন ইতিহাস বাংলাদেশের কিশোরদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
টেনিসে নতুন ইতিহাস বাংলাদেশের কিশোরদের ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৪)-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-১৪)-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের কিশোররা।

আজ বাহরাইনে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের বাছাই পর্বে শুক্রবার কোয়ার্টার ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই জয়ের ফলে তারা ২১ দলের প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে এবং চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে।  

মূল আসরটি আগামী ৪ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

এর আগে, গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের সেরা সাফল্য অর্জন করে শীর্ষ আটে প্রবেশ করে। বৃহস্পতিবার রাতে সৌদি আরবকে ২-০ ব্যবধানে এবং তার আগে নেপালকে ৩-০ ব্যবধানে হারায় তারা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।