ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

সাফজয়ী দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
সাফজয়ী দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত আসরে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে বীরোচিত সংবর্ধনা পেয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। এবারও কি তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরো দেশে।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফিরবেন বাংলাদেশের সাফজয়ী মেয়েরা। এরপর বাফুফে ভবনে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাফজয়ী ফুটবল টিমকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।