ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

সাফজয়ী মেয়েদের জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
সাফজয়ী মেয়েদের জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস

টানা দ্বিতীয় আসরে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত আসরে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দলকে ছাদখোলা বাসে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়েছিল।

এবারও নারী দলের চাওয়া ছিল তেমনটাই। সেই চাওয়া পূরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফজয়ী মেয়েদের বরণ করে নিতে চলছে ছাদখোলা বাসের প্রস্তুতির কাজ। গতবারের মতো এবারও বিআরটিসি বাসকে ছাদখোলা বাসে রূপান্তর করা হচ্ছে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে।

দলের প্রতি আস্থা ছিল সবার। তারই বড় প্রমাণ হলো, মেয়েরা সন্ধ্যায় ফাইনাল ম্যাচে মাঠে নামলেও ছাদখোলা বাস প্রস্তুত করার কাজ শুরু হয়েছে সকাল থেকেই।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা রয়েছে সাবিনা-তহুরাদের।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।