আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।
মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া ডাক্তাররা হলেন হলেন- গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, নিউরোলজি বিভাগের ডা. রাশেদুল ইসলাম, নাক-কান-কলা বিভাগের ডা. বাধান কুমার দে, ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ, নেফ্রোলজি বিভাগের ডা. তোফায়েল আহমেদ চৌধুরী ও কার্ডিওলজি বিভাগের ডা. ইশা আব্দুল্লাহ আলী। বিএসপিএ’র সদস্যরা ও তাদের পরিবার মিলিয়ে প্রায় শতাধিক সদস্য এই মেডিকেল ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাংলাদেশ সময় : ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এআর/এএইচএস