ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

খেলা

একুশে পদক পাবেন নারী দলের ১১ জন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
একুশে পদক পাবেন নারী দলের ১১ জন

নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। দারুণ এই অর্জনের জন্য একুশে পদকে মনোনীত হয় জাতীয় নারী ফুটবল দল।

আগামী ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে নারী  ফুটবলারদের হাতে পদক তুলে দেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে নারী দলের কয়জন সদস্য পাবেন এই স্বীকৃতি? 

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাফুফের কাছে ফুটবলারদের তালিকা চেয়েছে।

ফেডারেশনও সাফজয়ী দলে থাকা ৩২ জনের নাম পাঠিয়েছে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় নেপালের বিপক্ষে শুধু ফাইনাল ম্যাচে শুরুর একাদশে খেলা ১১ জনকে পুরস্কার দিতে চাইছে। তবে সবকিছু এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।  

এ নিয়ে এখনও ত্রিপক্ষীয় চিঠি চালাচালি চলছে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা শুরুতে ৩২ জনের তালিকা পাঠালে তা কমিয়ে ১১ জন ফুটবলারের নাম দিতে বলা হয়েছিল। তবে আমরা মনে করি, সাফ জেতার পেছনে পুরো কন্টিনজেন্টের অবদান রয়েছে। '

'এখন ১১ জনই তো আর সব ম্যাচের পুরো সময়জুড়ে খেলেনি। সবারই কমবেশি প্রথম ম্যাচ থেকে অবদান আছে। কোচ-খেলোয়াড় ও কর্মকর্তা সবার সম্মিলিত প্রয়াসে সাফল্য এসেছে। তাই আবারও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন করে তালিকা পাঠিয়েছি। ’ যোগ করেন ইমরান হোসেন।

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুরুতে বাফুফে থেকে ৩২ জনের তালিকা দিয়েছিল। তবে সংস্কৃতি মন্ত্রণালয় শুধু ফাইনালে যারা খেলেছেন তাদের পদক দিতে চাইছে; মানে ১১ জন। '

এরপর তিনি বলেন, 'মাঝে আমরা বাফুফে থেকে আবারও সব খেলার তথ্য-উপাত্ত নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কারণ আন্তর্জাতিক নিয়মে সাফে পুরো একটি দলে ৩২ জন ছিল। সাফের শিরোপা জয়ে সবার অবদান রয়েছে। শুধু ১১ জনকে দিলে তা ঠিক হবে না। এখন দেখা যাক তারা কী অনুমোদন করে। ’

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।