ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

খেলা

৪০০ মিটারে টানা দশমবার শ্রেষ্ঠত্বের মুকুট জহিরের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
৪০০ মিটারে টানা দশমবার শ্রেষ্ঠত্বের মুকুট জহিরের জাতীয় অ্যাথলেটিকসের ৪০০ মিটারে চ্যাম্পিয়ন নৌবাহিনীর স্প্রিন্টার জহির রায়াহান। ছবি : সংগৃহীত

জাতীয় অ্যাথলেটিকসের ৪০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন জহির রায়হান। গত ৯ আসরের মতো এবারও এই ইভেন্টে সেরা হয়েছেন নৌবাহিনীর এই স্প্রিন্টার।

 

আজ জাতীয় স্টেডিয়ামে ৪৭ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জহির। ২০১৯ সালে জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড ৪৬ দশমিক ৮৭ সেকেন্ডে গড়া স্বর্ণপদকটি ছিল জহিরের ক্যারিয়ার সেরা টাইমিং।  

আজকের সাফল্য নিয়ে জহির বলেন, ‘আগের দিন দুবার দৌড়েছি- হিট ও পরেরবার সেমিফাইনালে। আজ ফাইনাল হয়েছে। কিছুটা ধকল ছিল। এছাড়া সকালে আবহাওয়া অনুকূলে ছিল না। সবমিলিয়ে ক্যারিয়ার সেরা টাইমিং হয়নি। তবে টানা ১০মবার সেরা হতে পেরে আমি খুশি। ’

৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার স্প্রিন্ট নিয়ে আগের দিন নাটক কম হয়নি। বদলে দিতে হয়েছে সূচি।  

এবার সর্বোচ্চ ৬টি হিটে অংশ নেন সর্বোচ্চ ৪৮ জন অ্যাথলেট। ৪০০ মিটারে হঠাৎ এত অ্যাথলেট দেখে জহির অবাক হননি, ‘আসলে দিনকে দিন এই ইভেন্টে আকর্ষণ বাড়ছে। মনে হচ্ছে সবাই আমাকে ছুঁতে চায়! এটা ভালো নতুনরা আসছে। তবে অ্যাথলেট বাড়লেও আমাকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি। ’ 

৪০০ ছাড়াও জহির নামবেন ২০০ মিটার স্প্রিন্টে। সেখানেও নিজের দক্ষতা দেখানোর অপেক্ষায় তিনি।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।