ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার বিশ্বনাথ ঘোষ।
রাইট ব্যাকে খেলা এই ফুটবলার দলের রক্ষন থেকে আক্রমণ সবখানেই সমান তালে অবদান রাখেন।
অনুশীলনে হঠাৎ উপস্থিত হন বিশ্বনাথ। তাকে ঘিরে তৈরি হয় কৌতুহল। কোচ থেকে শুরু করে সকলেই তার সঙ্গে কুশলবিনিময় করেন।
মূলত দলের ফিজিওর সঙ্গে আলাপ করতেই মাঠে এসেছিলেন বিশ্বনাথ। আপাতত দ্রুতই মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই এই ফুটবলারের। আগামী ২৬ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। উইংয়ে খেলা রাকিব হোসেনকে বেশিরভাগ সময়ই মাঠে বল যোগান দিতেন বিশ্বনাথ ঘোষ।
এই ম্যাচে বিশ্বনাথের অনুপস্থিতি নিয়ে রাকিব বলেন, ‘আমাদের দুই দিন ট্রেনিং হয়েছে। ভালো ট্রেনিং হয়েছে। গতকাল আমাদের অ্যাটাকিং ট্রেনিং হয়েছে। আজকেও ট্রেনিং হবে। বিশ্বনাথের কথা বলতে গেলে সে খুবই ভালো ফুটবলার। তাকে শুধু আমি না সবাই মিস করবে। আমি একটু বেশি মিস করবো কারণ তার সঙ্গে মাঠে আমার বোঝাপড়া ভালো ছিল। তবে তার স্থানে মাঠে অন্য যারা আছেন তারাও ভালো। আশা করি তেমন সমস্যা হবে না। ’
ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলে মনে করেন রাকিব। তবে সকলে নিজেদের সেরাটা দিতে পারলে মাঠে ভালো কিছু করা সম্ভব বলে বিশ্বাস করেন এই ফুটবলার।
তিনি বলেন, ‘কোচ আমাদের সবাইকেই সিরিয়াস থাকতে বলেছেন। ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা যদি কোচের পরিকল্পনা মতো মাঠে খেলতে পারি আশা করি মাঠে ভালো কিছুই হবে। ’
এবারের দলে হামজা চৌধুরি এবং ফাহমেদুল ইসলামামের মতো প্রবাসী ফুটবলার খেলতে পারেন। তাদের সঙ্গে দল কতটা মানিয়ে নিতে পারবে। কিংবা তাদের অন্তর্ভুক্তি নিয়ে কি ভাবছেন? এমন প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘আসলে হামজা ভাই দারুণ ফুটবল খেলেন এটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু আমরা নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল দেখ সে কারণে তার খেলাও আমরা প্রচুর দেখেছি। আমার মনে হয় না হামজা ভাই, ফাহমেদুল আসলে তাদের সঙ্গে মানিয়ে নিতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে। ’
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এআর/এএটি