ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

খেলা

কলকাতাকে চ্যাম্পিয়ন করে প্রাপ্য সম্মান পাননি, অভিযোগ শ্রেয়াসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
কলকাতাকে চ্যাম্পিয়ন করে প্রাপ্য সম্মান পাননি, অভিযোগ শ্রেয়াসের শ্রেয়াস আইয়ার/সংগৃহীত ছবি

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শ্রেয়াস আইয়ার। আসরে ৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৩ রান করেছেন এই ভারতীয় ব্যাটার।

অথচ গত বছরও রানের বাইরে ছিলেন তিনি। এমনকি হাতছাড়া হয়েছিল কেন্দ্রীয় চুক্তিও।  

তবে চুক্তি থেকে বাদ পড়ার পর বদলে যান শ্রেয়াস। ফের ছন্দে ফেরেন তিনি। গত বছর আইপিএলে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে ৩৫১ রান করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, শিরোপা জেতানোর পরও তাকে ধরে রাখেনি কলকাতা।  

তবে নিলামে কলকাতা না ডাকলেও ২৬ কোটি ৭৫ রাখ রুপি খরচ করে শ্রেয়াসকে টেনে নিয়েছে পাঞ্জাব কিংস। আগামী ২২ মার্চ থেকে শুরু হয়তে যাওয়া আসরে পাঞ্জাবের নেতৃত্বও দেবেন তিনি। দল দলে গেলেও কলকাতা নিয়ে আক্ষেপ রয়ে গেছেন তার। সেই আক্ষেপ প্রাপ্য সম্মান না পাওয়ার।

চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়াস বলেন, 'আমার মনে হয়েছে, আইপিএল জেতার জন্য আমি যে স্বীকৃতি চেয়েছিলাম, তা পাইনি। তবে নিজের ওপর সৎ থাকলে এবং কেউ না দেখলেও সঠিক করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি সেটি করে চলেছি। '

এরপর স্বীকৃতি বলতে কী বোঝাচ্ছেন, সেটির ব্যাখ্যায় তিনি বলেন, 'আমি স্বীকৃতি বলতে সম্মানের কথা বুঝিয়েছি। আমি মাঠে যে প্রচেষ্টা দেখাই, তার প্রতি সম্মানের কথা বলেছি। '

দুঃসময়ের কথা স্মরণ করে শ্রেয়াস বলেন, '২০২৩ বিশ্বকাপের পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার মতো ঘটনা ছিল। তবে জীবন থেকে অনেক কিছু শিখেছি। ভুলগুলো মূল্যায়ন করেছি। কী করা উচিত সেসব প্রশ্ন নিজেকে করেছি। রুটিন করে অনুশীলন করেছি এবং দক্ষতা বাড়ানো নিয়ে কাজ করেছি। '

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।