ঢাকা, সোমবার, ৩ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

খেলা

হামজা লেখা জার্সি পরে হাজির তারা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস, সিলেট থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
হামজা লেখা জার্সি পরে হাজির তারা হামজা লেখা জার্সি পরে বিমানবন্দরে এসেছেন ভক্ত-অনুরাগীরা। ছবি: বাংলানিউজ

আর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে আসছেন ভক্তরা।

শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, এসেছেন আরো অনেক জেলা থেকেই।  

আজিজুল হক যেমন তার চার বন্ধু নিয়ে চলে এসেছেন সুনামগঞ্জ সদর থেকে। প্রত্যেকেই এসেছেন বাংলাদেশ ফুটবলের জার্সি পরে। পেছনে লেখা হামজার নাম ও নম্বর। যদিও বাংলাদেশে হামজার জার্সি নম্বর কত হবে তা এখনো ঠিক হয়নি।  

হামজা লেখা জার্সি পরে বিমানবন্দরে এসেছেন তারা।  ছবি: বাংলানিউজ

আজিজুল বলেন, ‘ইউরোপিয়ান একটা ক্লাবের প্লেয়ার পাচ্ছি আমরা। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। আশা করি তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। আমার এক ছোট ভাই পরিকল্পনা করে। সে বলল হামজা যেহেতু আসছে চলো আমরা গিয়ে দেখা করি। কারণ তিনি সিলেটের মাটির খেলোয়াড়। ’

শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে গতকালই সিলেটের বিমান ধরেন হামজা। সকাল ১১টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা তার। আজ পুরো দিনটাই তিনি কাটাবেন হবিগঞ্জে নিজ গ্রাম স্নানঘাটে।

বাফুফের চারজন সদস্য— ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন আছেন বাফুফের পক্ষ থেকে হামজাকে বরণ করে নিতে।

সিলেট পর্ব শেষ করে আগামীকাল টিম হোটেলে উঠবেন হামজা। তাকে নিয়েই ভারতকে হারানোর ছক কষছেন বাংলাদেশ কোচ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি হবে ২৫ মার্চ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।