ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

খেলা

নেপালের কাছে দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
নেপালের কাছে দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ম্যাচ হারলেও দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে তারা।

মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছে শ্রাবণীরা। নেপাল আজ জয় পেয়েছে ২৯-২২ পয়েন্টে। এর ফলে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দেশটি।

নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে আগের দিনের ছন্দ এই ম্যাচেও ধরে রাখে নেপালের খেলোয়াড়রা। শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তারা। বাংলাদেশ দল চেষ্টা করেছে ভ্রমণের ক্লান্তি কাটিয়ে এই ম্যাচে ভালো কিছু করার। প্রথম দিনের চেয়ে আজকের খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের।  

নেপাল এগিয়ে যেতে থাকলেও পয়েন্টের খুঁজে ছিল বাংলাদেশও। তবে ১০ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। নেপালের পয়েন্ট ছিল ১৮। আর বাংলাদেশের ৮। গতকালও প্রথমার্ধে নেপালের পয়েন্ট ছিল ১৮। আর বাংলাদেশের ছিল ৬ পয়েন্ট।  

বিরতি থেকে ফিরে দারুন খেলেছে বাংলাদেশ দল। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেয় তারা। দ্বিতীয়ার্ধে নেপালের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ১৪ পয়েন্ট পেয়েছে শ্রাবণী, বৃষ্টিরা। আর নেপাল পেয়েছে ১১ পয়েন্ট। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থাকায় হেরে খেলা শেষ করে বাংলাদেশ দল।  

কোচ আরদুজ্জামান মুন্সী বাংলাদেশের উন্নতির অনেক জায়গা দেখছেন। আজকের ম্যাচে তার দল ভালো খেলেছে বলেই জানিয়েছেন তিনি। ‘প্রথম ম্যাচে বাংলাদেশ ডিফেন্স ও আক্রমণ দুই জায়গাতেই অনেক খারাপ করেছিল। আজকে অবশ্য ডিফেন্স অনেক ভালো করেছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। আমাদের বাকি যে তিন ম্যাচ রয়েছে সেখান থেকে আশা করছি আমরা দুটো ম্যাচ জিততে পারব। যদিও আমরা সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছি। তবে বলব ইনজুরি ও ফিটনেসের কারণে আমরা পিছিয়ে আছি। ’

আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

বাংলাদেশে সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।