ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা স্পোর্টস সিটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক মানের ব্যায়ামাগার ‘গোল্ড’স জিম’।
বৃহস্পতিবার (৮ মে) বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এই জিমের উদ্বোধনকালে এটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম ও অত্যাধুনিক সরঞ্জাম সমৃদ্ধ ব্যায়ামাগার হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাফওয়ান সোবহান বলেন, “এখানে যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ‘রোলস রয়েস অব ইকুইপমেন্ট’। আমি পৃথিবীর অনেক জিমে গিয়েছি, অন্তত দক্ষিণ এশিয়ার মধ্যে এত বড় জিম আর কোথাও নেই। ”
তিনি জানান, এই জিমে পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক ব্যায়ামের সরঞ্জাম রয়েছে।
বসুন্ধরার কমিউনিটি এবং ভবিষ্যতে যারা এই জিমের সদস্য হবেন তাদের শুভেচ্ছা জানিয়ে সাফওয়ান সোবহান এই জিম নির্মাণে অক্লান্ত পরিশ্রম করা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
পরিচালনা টিমের কাছে জিমটি হস্তান্তরকালে তিনি বলেন, ‘আজকে আমরা এই জিমকে অপারেশন টিমের কাছে হ্যান্ডওভার করছি। আর এখন থেকেই শুরু হচ্ছে আপনাদের মূল দায়িত্ব। এটাকে জিম বা স্পোর্টস যাই বলেন না কেন, এখানে যদি সার্ভিস ভালো না হয় এবং কমিটমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো গ্রাহক পাবেন না। তখন কিন্তু এই পরিশ্রম এবং এত কিছু খরচ করে এই জিম দেওয়ার কোনো মানে থাকবে না। ’
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাহকসেবাকে প্রধান কর্তব্য হিসেবে উল্লেখ করে অপারেশন টিমের কাছে গ্রাহকদের সঙ্গে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বসুন্ধরার সব কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের জন্য চেয়ারম্যানের পক্ষ থেকে ৬০ শতাংশ ছাড়ের ঘোষণা দেন তিনি। এছাড়া বসুন্ধরার কোনো কর্মকর্তা এই জিমে ব্যায়াম করতে চাইলে তাদের মাসিক বেতন থেকে সেই খরচ সমন্বয় করার সুযোগও থাকবে বলে জানান তিনি।
গোল্ড’স জিম সম্পর্কে বসুন্ধরার কর্পোরেট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আনিসুল ইসলাম ববি বলেন, এশিয়াতে এর থেকে বড় আর কোনো জিম নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিংপুল এখানে আছে। আমাদের এখানে ৫০ মিটার ডেডিকেটেড সুইমিংপুলও রয়েছে। পাশাপাশি নারীদের জন্য আলাদা সুইমিং করার ব্যবস্থাও রয়েছে। এই জিমে বাংলাদেশের প্রথমবারের মতন হিমালয়ান সল্ট থেরাপির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে এখানে আরও নানা সুবিধা থাকবে। এই জিমের সবকিছুই ইতালি থেকে আসা। যে কারণে এই জিমের যন্ত্রাংশকে ‘রোলস রয়েস অব ইকুইপমেন্ট’ বলা হচ্ছে।
আনিসুল ইসলাম ববি বলেন, আমাদের এই জিমে যে ট্রেইনাররা আছেন তারা ওয়ার্ল্ড ক্লাস ট্রেইনার। আমাদের জিমে নিউট্রিশিয়ান, ফিজিওথেরাপিস্টও আছেন। এখানে ইয়োগা থেকে শুরু করে জুম্বা ও কমব্যাট জিম করার ব্যবস্থাও রয়েছে। মোটকথা ফিটনেসের জন্য এমন কোনো ব্যবস্থা নেই যা এখানে নেই। এই জিমে যারা ব্যায়াম করবেন তাদের জন্য মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বাৎসরিক পেমেন্টের ব্যবস্থা আছে।
ইএসএস/এইচএ/