ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

খেলা

বসুন্ধরার কনভেনশনে শুরু বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মে ২৬, ২০২৫
বসুন্ধরার কনভেনশনে শুরু বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ ছবি: সংগৃহীত

বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আজ শুরু হয়েছে বিডি মাসল শো বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটির ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী প্রতিযোগিতায় চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শরীরগঠনবিদ ছয় বিভাগে ১৩টি ইভেন্টে অংশ নেবেন।

বিভাগগুলো হলো- মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, অ্যামেচার মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক,  ডেনিম জিন্স মডেল ও ফিমেল ফিট মডেল। আর ইভেন্টগুলো হচ্ছে- শরীরগঠনে ৭টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ২টি, অ্যামেচার মেন্স ফিজিক-১ টি ওপেন, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন, ডেনিম জিন্সে একটি ওপেন ও ফিমেল ফিট মডেল - ১টি ওপেন।

এছাড়া বডিবিল্ডিং বিভাগের সেরা শরীরগঠনবিদ পাবেন ওভার অল চ্যাম্পিয়নের খেতাব। বডিবিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। প্রতিযোগিতায় সেরা শরীরগঠনবিদদের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং মোটরবাইক।  
আজ বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে উদ্বোধন করেন মোহাম্মদ আবদুল্লাহ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, বসুন্ধরা গ্রুপ।

আরও উপস্থিত ছিলেন ফুয়াদ বিন সাজ্জাদ, আনিসুল ইসলাম ববি, প্রতিযোগিতার অর্গানাইজিং কমিটির সদস্য নুরুল ইসলাম খান নাঈম, নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম প্রিন্স, উইলিয়াম রিকি, কামরুজ্জামান বিপ্লব, সিকান্দার বাপ্পি ও শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান।

টুর্নামেন্টের বিষয়ে নাঈম বলেছেন, ‘বিডি মাসল শো হচ্ছে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডিবিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরো একধাপ এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে লাল-সবুজের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশের ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটির পরিকল্পনা ও আয়োজেন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।