ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

জাতীয় ও অ-২৩ দল নিয়ে বাফুফের দ্বৈত প্রস্তুতি, গঠন হলো দুটি উপ-কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, আগস্ট ২, ২০২৫
জাতীয় ও অ-২৩ দল নিয়ে বাফুফের দ্বৈত প্রস্তুতি, গঠন হলো দুটি উপ-কমিটি ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসে জাতীয় ও অ-২৩ ফুটবল দলের সামনে রয়েছে আন্তর্জাতিক মিশন। এই দুই দলকে ঘিরে পরিকল্পনা ও প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠন করেছে দুটি আলাদা উপ-কমিটি যা সংগঠনের ইতিহাসে প্রথমবার।

জাতীয় দল সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কাঠমান্ডুতে একটি প্রীতি ম্যাচ খেলবে। অন্যদিকে, একই সময়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে ভিয়েতনামে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দুই দল ভিন্ন ভেন্যুতে খেলায় সমন্বয়ের জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে বাফুফে।

অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হয়েছে গতকাল, আর জাতীয় দলের ক্যাম্প ঢাকায় শুরু হবে ১৩ আগস্ট। এই দুটি দলকে পর্যবেক্ষণ ও প্রস্তুতির তত্ত্বাবধানের জন্য গঠিত উপ-কমিটির মধ্যে অনূর্ধ্ব-২৩ দলে রয়েছেন ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেন। অন্যদিকে জাতীয় দলের উপ-কমিটিতে দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ এবং মুকিতুর রহমান।

উল্লেখযোগ্যভাবে, দুটি কমিটির চিঠিতে রয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের যৌথ স্বাক্ষর। যদিও চিঠির তারিখ ছিল ৩০ জুলাই, সংশ্লিষ্টরা চিঠি হাতে পেয়েছেন একদিন পর।

২২ জুলাই অনুষ্ঠিত বাফুফের সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। শুধু দল ব্যবস্থাপনাই নয়, নতুন এই উপ-কমিটিকে স্পন্সর সংগ্রহের দিকেও দায়িত্ব দেয়া হয়েছে। যদিও সাধারণত এই কাজ মার্কেটিং কমিটির, তবে এবার আলাদা এই দায়িত্ব তুলে দেয়া হয়েছে উপ-কমিটির কাঁধে।

জাতীয় দলের পৃষ্ঠপোষক হিসেবে ইউসিবি ব্যাংক থাকলেও, অন্যান্য খরচ বা অতিরিক্ত সহযোগিতার জন্যও স্পন্সর খোঁজার নির্দেশনা দেয়া হয়েছে।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।