ঢাকা: এক অর্থে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে জার্মানি। কারণ, পূর্ব ও পশ্চিম জার্মানি মিলিত হয়ে সার্বভৌম রাষ্ট্র হওয়ার ২৪ বছর পর গত বিশ্বকাপ জিতেছে জার্মানরা।
গত সাত বছর ধরে বিশ্বসেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর ট্রফি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। তা সত্ত্বেও ২০১৪ বিশ্বকাপ জেতায় লামকে এক দশকের বিশ্বসেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছেন লো।
লো এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রতিবছর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার পাশাপাশি ফিফার উচিৎ দর্শকসেরা ফুটবলারকে পুরস্কৃত করা। আমার মনে করি, ফিফার পক্ষ থেকে গত এক দশকের সেরা ফুটবলার হিসেবে লামকে পুরস্কৃত করা উচিত। ’
বিশ্বকাপ জয়ী এ কোচ আরো বলেন, ‘লাম টানা তিনটি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছে। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে দলকে সেমি ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর ব্রাজিল বিশ্বকাপ জিতে জার্মানির বিশ্বকাপ ক্ষরার অবসান ঘটায়। আমার মতে, লামই গত এক দশকের সেরা ফুটবলার। ’
উল্লেখ্য, গত বছরের সেরা কোচ হিসেবে ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন জোয়াকিম লো। দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি এবং তৃতীয় হয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৫