ঢাকা: তৃতীয় বারের মত ফুটবলের বর্ষসেরার মুকুট ব্যালন ডি‘অর পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো জারিয়েছেন, বর্তমান ফুটবল বিশ্বে তিনি এবং বার্সেলোনা তারকা লিওনেল মেসি সবচেয়ে ব্যাতিক্রম।
এর আগে গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার চার বারের ব্যালন ডি‘অর জয়ী ও জার্মান বিশ্বকাপ জয়ী গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারকে হারিয়ে টানা দ্বিতীয়বার এ শিরোপা জিতেন।
পর্তুগিজ অধিনায়ক জানান, তিনি ও মেসি একমাত্র ফুটবলার যারা তাদের পারফরম্যান্স ধারাবাহিকভাবে ধরে রেখেছেন। তিনি আরো জানান, এই যোগ্যতার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।
রোনালদো বলেন, ‘আমি মনেকরি না, গত কয়েক বছর ধরে বিশ্বফুটবলে আমি সেরা। আমার মতে কঠিন ব্যাপারটি হচ্ছে খেলার ধারাবাহিকতা ধরে রাখা। আর আমি সেটিই করেছি। ’
তিনি আরো বলেন, ‘ আমি গর্বিত যে, টানা আট বছর আমি ফিফা বর্ষসেরা একাদশে ছিলাম। বিশ্বে এমন ফুটবলার পাওয়া কঠিন যারা এই প্রতিযোগিতায় টিকে ছিল। আমার মনে হয় আমি ও মেসিই এই কাজটি করে দেখিয়েছি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫