ঢাকা: রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ জানিয়ছেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। সদ্যই, ফিফা কর্তৃক বর্ষসেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন ক্রুজ।
ক্রুজ বলেন, ‘বর্ষসেরা মিডফিল্ডার হতে পেরে আমি ভীষন খুশি। কিন্তু, আমার কাছে শুধুমাত্র সেরা হওয়াটাই মুখ্য নয়। সবার আগে সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের জন্যই আমি সেরা মিডফিল্ডার হতে পেরেছি। ’
বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার আরো বলেন, ‘আমি আরো উন্নতি করতে চাই। গত বছরটা আমার দারুণ কেটেছে। এ বছরও তা ধরে রাখতে চাই। আমার বয়স মাত্র ২৫। আশা করছি, কঠোর পরিশ্রমের মাধ্যমে আরো ভালো ফুটবল খেলতে পারব এবং রিয়ালও আরো ভালো করতে পারবে। দল হিসেবে আমরা প্রতিনিয়তই কঠোর পরিশ্রম করে যাচ্ছি। ’
বার্নাব্যুতে খেলতে পেরে ক্রুজ তার উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বার্নাব্যুত আসার পর সমর্থকদের কাছ থেকে ভীষন ভালোবাসা পেয়েছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। মাদ্রিদ সমর্থকরা সত্যিই অসাধারণ। এখানে খেলতে পারাটা বিশাল সার্থকতা। ’
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৫