ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উন্মোচিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপের লোগো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
উন্মোচিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপের লোগো ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুরু হয়ে গেল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের দিনক্ষণ গণনা। দীর্ঘ ১৫ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর অভিজাত একটি হোটেলে এর ড্র ও লোগো উন্মোচন করা হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, যুব ও ক্রিড়া উপমন্ত্রী আরিফ খাঁন জয়সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশগ্রহন করছে। বাংলাদেশ ছাড়াও রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন ও শ্রীলঙ্কা। ছয়টি দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আগামী ২৯ জানুয়ারি শুরু হবে। ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে আসরটি শেষ হবে।

ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। মোট ৯টি খেলার ৫টি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর ঢাকার বাইরে সিলেটে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সহ একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি।

আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, আমরা বহুদিন থেকে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেছি। তারই প্রেক্ষিতে ৫টি বিদেশি দল নিয়ে এবারে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। আগামী পাঁচ বছর এ দেশগুলো আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

এ সময় তিনি আরও বলেন, প্রতি বছরের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আয়োজন করা হবে। আমরা চাই এটিকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে। আর একসঙ্গে কাজ করলে তা অসম্ভব নয়।

অনুষ্ঠানে নিজের শৈশবের ফুটবল খেলার স্মৃতি মনে করে আবুল মাল আবদুল মুহিত বলেন, বাফুফের এ উদ্দেগ্যকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশের ফুটবলকে জনপ্রিয় করতে জেলা পর্যায়ে বাফুফের কর্মকান্ড পরিচালিত করতে হবে। আমি আশা করি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের এবারের আসরটি সার্থক হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, আসরটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে সরকার বিশেষভাবে নজর রাখবে।

স্বাগতিক বাংলাদেশ এ আসরে কতদূর যেতে পারবে, এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন বলেন, আমরা শিরোপা নিজেদের কাছেই রেখে দিতে চাই। তবে, সেজন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এটুকু বলে রাখতে চাই, আমরা সেমিফাইনালে খেলবোই।

দেশের বর্তমান প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে অতিথি দেশগুলোর নিরাপত্তা কেমন হবে? এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, এখন পর্যন্ত কোনো দেশই এ ব্যাপারে কোনো নালিশ করেনি। তদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা জানিয়েছে, নিরাপত্তার ব্যাপারে তারা কোনো দুঃচিন্তা করছেন না। আর আমরা প্রতিটি দেশকেই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপে লাল-সবুজদের সঙ্গী হয়েছে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘ব’তে রয়েছে বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।