ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিজিয়ন কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রিজিয়ন কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে আয়োজিত সেনা রিজিয়ন কাপ ফুটবল লিগ-২০১৪ সমাপ্ত হয়েছে।

শনিবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ও ১৮ বীর এর সার্বিক ব্যবস্থাপনা এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ ফুটবল টূর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর কমান্ডার অলিউর রহমান, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক পিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রমুখ।

টূর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার নকিব আহমদ চৌধুরী বলেন, বান্দরবানে প্রতিবছর এ ধরণের টূর্নামেন্টের আয়োজন করা হলে নতুন নতুন প্রতিভা উঠে আসবে। দেশের ক্রিড়াক্ষেত্রে এ অঞ্চলের অনেক খেলোয়াড় সুনাম অর্জন করেছে। দেশ বিদেশে বিভিন্ন খেলাধূলায়ও এ অঞ্চলের অনেক খেলোয়াড় প্রতিনিধিত্ব করছে। এখানকার খেলাধূলার মানোন্নয়নে সার্বিক সহাযোগিতা প্রদানের আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার।

ফাইনাল খেলায় প্রাণবন্ত একাদশ বান্দরবান ৩-২ গোলে মিরিঞ্জা ফাইটার্স লামাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে মিরিঞ্জা ফাইটার্স লামা একাদশের মো. হোসাইন দূর্দান্ত এক গোল করে এগিয়ে দেন দলকে। টান টান উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধ মিরিঞ্জা ফাইটার্স ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।

দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে প্রানবন্ত একাদশের মনির ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন। এরপর ৩৮ মিনিটে প্রানবন্ত একাদশের মনির দ্বিতীয় এবং ৪৩ মিনিটে সাদ্দাম হোসেন তৃতীয় গোল করলে ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রানবন্ত একাদশের মনির এবং টূর্নামেন্ট এর সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের ক্য ক্য সাই মার্মা।

উল্লেখ্য, লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ টূর্নামেন্টে বান্দরবানের ৭টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো প্রাণবন্ত একাদশ বান্দরবান, কেওকেরাডং একাদশ, অনন্য ফুটবল ক্লাব, মিরিঞ্জা ফাইটার্স, বলিপাড়া কিংস, নাইক্ষ্যংছড়ি রয়্যালস এবং রোয়াংছড়ি ওয়ারিয়র্স।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।