ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষ তিনে ঠাঁই হলো ম্যানইউয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
শীর্ষ তিনে ঠাঁই হলো ম্যানইউয়ের ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের ছন্দে ফেরার ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লুইস ফন গালের শিষ্যরা কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে।

আর এ জয়ের পরে তারা উংলিশ প্রিমিয়ারের পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে এলো।
 
ফন গাল এ ম্যাচে জয় পেতে শুরুর একাদশে মাঠে নামিয়েছিলেন ডি গিয়া, জোন্স, ইভানস, মার্কো রোহো, ক্যারিক, ভ্যালেন্সিয়া, মাতা, ডি মারিয়া, ব্লাইন্ড, ওয়েইন রুনি আর রাদামেল ফ্যালকাওকে। শুরু থেকেই ৩-১-৪-২ ফরমেটে তার শিষ্যদের খেলাতে থাকেন ফন গাল।
 
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলে গোলশুন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে দলকে লিড পাইয়ে দেন ফেল্লাইনি। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার অ্যাসিস্ট থেকে গোলটি করেন ফেল্লাইনি। আর ম্যানইউয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন জেমস অ্যানথনি উইলসন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলটি করেন তিনি।
 
তবে, ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল কুইন্স পার্ক। ভালো ফিনিশারের অভাবে আর ম্যানইউয়ের শক্ত ডিফেন্সে গোল আদায় করে নিতে পারেনি তারা।
 
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে এলো ম্যানইউ। ওয়েইন রুনির দল ২২ ম্যাচে ১১টি জয়, ৭টি ড্র আর ৪টি পরাজয় নিয়ে অর্জন করেছে ৪০ পয়েন্ট। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।
 
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।