ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মর্যাদা রক্ষার লড়াইয়ে ম্যানসিটির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
মর্যাদা রক্ষার লড়াইয়ে ম্যানসিটির হার ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুধু হোঁচট নয়, বেশ বড়সর হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি আরেক জায়ান্ট আর্সেনালের কাছে হেরেছে ২-০ গোলের ব্যবধানে।

তবে, হারলেও পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন হয়নি ম্যানুয়েল পেল্লেগ্রিনি শিষ্যদের।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। অতিথি হিসেবে খেলতে নেমে স্বাগতিকদের জালে প্রথম বল জড়ান সান্তি কাজোরলা। পেনাল্টি থেকে এ সুযোগ কাজে লাগিয়ে আর্সেনাল ১-০ গোলের লিড নেয়।

ম্যাচের প্রথমার্ধে গোল শোধ দিতে না পারলে ম্যানসিটি ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পরে ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অলিভার জিরার্ড। আর জেরার্ডকে বলের যোগানদাতা হিসেবে কাজ করেন প্রথম গোলের নায়ক কাজোরলা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়ে আর্সেনাল।

তবে, এ পরাজয়ে ম্যানসিটির পয়েন্ট টেবিলে পরিবর্তন না ঘটলেও পরিবর্তন ঘটেছে আর্সেনালের। ওয়েঙ্গার শিষ্যরা টটেনহামকে টপকে এখন টেবিলের শীর্ষ পাঁচে অবস্থান করছে। ২২ ম্যাচ খেলে ম্যানসিটির অর্জিত পয়েন্ট ৪৭, আর আর্সেনাল সমান ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৩৯ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।