ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয় পেয়েছে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
জয় পেয়েছে অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে নিজেদের মাঠে প্রত্যাশিত জয় পেয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। এস্তোদিয়ো ভিসেন্তে কালদেরনে স্বাগতিকরা হারিয়েছে গ্রানাদাকে।

 

কোপা দেল রে’র দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদকে হারানো অ্যাতলেতিকো ম্যাচের শুরু থেকেই ছিল বেশ আক্রমনাত্মক। তবে, ম্যাচের দশম মিনিটে গ্রানাদার এল আরাবি গোলের সহজ সুযোগ নষ্ট করেন। খেলার ৩৩ মিনিটের মাথায় সিমিওনের ছাত্ররা প্রথম গোলের দেখা পায়।

 

লিড নেয়া গোলটি করেন মারিও মান্দজুকিচ। পেনাল্টির সুযোগ পেলে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে অ্যাতলেতিকো বিরতিতে যায়।

 

বিরতির পর গ্রানাদার জালে আরও একটি গোল জড়িয়ে দেয় স্বাগতিকরা। দলের দ্বিতীয় ও ব্যবধান বাড়ানো গোলটি করেন রাউল গার্সিয়া। আরদা তুরানের অ্যাসিস্টে গোলটি করেন গার্সিয়া।

 

আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১৯ ম্যাচ খেলে ১৩টি জয়ের পাশাপাশি চারটি পরাজয় আর দুটি ড্রয়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৪১ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

 

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।