ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লুসাইয়ের নামে যাদুঘর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
লুসাইয়ের নামে যাদুঘর জুম্মন লুসাই

ঢাকা: দেশ বরেণ্য হকি খেলোয়াড়, আবাহনীর সাবেক অধিনায়ক জুম্মন লুসাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।

লুসাইয়ের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বলেন, ‘জুম্মন লুসাই আমাদের গর্ব।

অসম্ভব মেধাবী একজন হকি খেলোয়াড় ছিলেন। যিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ হকির প্রতিনিধিত্ব করেছেন। তাকে হারানোটা বাংলার ক্রীড়াঙ্গনের জন্য বড় ক্ষতি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। '

কিংবদন্তি এই হকি খেলোয়াড়ের জন্য কোনো বিশেষ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে কিনা জানতে চাইলে বীরেন শিকদার বলেন, ‘বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আমরা ক্রীড়া মন্ত্রনালয় ও ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তার সম্মানার্থে বিশেষ কিছু করার সিদ্ধান্ত নিব। তিনি আগেই জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা তার হাতে সেই পুরস্কারটি তুলে দিতে পারিনি। তাকে মরোনোত্তর পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। ’

উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘জুম্মন লুসাই এমন এক প্রতিভা, এমন এক ক্রীড়া ব্যক্তিত্ব যে দ্বিতীয়বার এমন কেউ জন্ম নিবেন কিনা সন্দেহ আছে। তার সঙ্গে অনেকদিন থাকার সুযোগ হয়েছে। তার মতো ভালো মানুষ কখনো দেখিনি। তার রুহের জন্য শান্তি কামনা করছি। ’

ভবিষ্যতে জুম্মন লুসাইর স্মৃতি সংরক্ষণাগার অথবা যাদুঘর বানানোর বিষয়ে আরিফ খান জয় বলেন, ‘জুম্মন লুসাইয়ের অর্জন ও অন্যান্য বিষয় নিয়ে সংরক্ষণাগার, যাদুঘর বানানো যায় কিনা সে ব্যাপারে আমরা চেষ্টা করব। যাতে ভবিষ্যতে আমার সন্তান জুম্মন লুসাইদের মতো তারকা হকি খেলোয়াড়দের ইতিহাস জানতে পারে। ’

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, ‘কিংবদন্তি হকি খেলোয়াড়ের মৃত্যুতে হকি পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার নামানুসারে হকি স্টেডিয়ামের কোনো গ্যালারির নামকরণ করা যায় কিনা, সে বিষয়ে আমরা সভায় আলোচনা করব। তার স্মৃতিগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।