ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপ শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপ শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়ান ভলিবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও মালদ্বীপ ভলিবল সংস্থার ব্যবস্থাপনায় সোমবার শুরু হয়েছে সাব জোনাল টুর্নামেন্ট ‘এভিসি বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপ-২০১৫’।

এ টুর্নামেন্টে অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ ভলিবল দল শনিবার মালদ্বীপ পৌঁছেছে।

টুর্নামেন্টে বাংলাদেশসহ ৯টি দেশের অর্ধশতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন।

টুর্নামেন্টটি চলবে ১৯ থেকে ২৩ জানুয়ারি। মালদ্বীপের রাজধানী মালের দনগান্দু বিচ ভলিবল কোর্টে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

ছেলেদের বিভাগে প্রতিদ্বন্দ্বীতা করবে মালদ্বীপ, ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান ও তুর্কেমিনিস্তানের খেলোয়াড়রা। আর মেয়েদের বিভাগে লড়ছে স্বাগতিক মালদ্বীপ ও নেপালের মহিলা খেলোয়াড়রা। এবারই প্রথম মালদ্বীপ আন্তর্জাতিক বিচ ভলিবলের ইভেন্ট আয়োজন করছে।

বাংলাদেশের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দিয়ে উৎসাহিত করেছে স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। শনিবার বাংলাদেশ বিচ ভলিবল দলকে ক্রীড়া সামগ্রী উপহার দেন পৃষ্ঠপোষক আর.বি. গ্রুপের অতিরিক্ত পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।